Playlist Audiobooks
Description
তারেক মাহান্না কর্তৃক রচিত 'কখনও ঝরে যেও না' বই এর 'ইস্তিকামাতঃ সবচেয়ে বড় কারামাত' অধ্যায় থেকে সংগৃহীত।
কখনও ঝরে যেও না’ বইয়ের ভূমিকা
..................
রুটিন মাফিক এই যাপিত জীবনে ইসলামটা আজ আমাদের কাছে বিশ্বাস কিংবা আদর্শ নয়—অভ্যাস। ঠিক যেন নয়টা থেকে পাঁচটা একটি গত্বাঁধা জীবনের পাণ্ডুলিপি। ঝিমুনি আসা জুমার খুতবা, এ প্লাস পাওয়ার সহজ সাবজেক্ট ‘ইসলাম শিক্ষা’, চায়ের কাপে-ফেসবুকে-সুরেলা ওয়াজ মাহফিলে-বুকশেলফে সাজিয়ে রাখা কুরআনে— ইসলামটা বাক্সবন্দী অভ্যাস হয়ে আমাদের সাথেই কাটিয়ে দিচ্ছে দিনের পর দিন৷ সেই বাক্সটা খুলে কেউ যখন দেখিয়ে দেয় আমাদের এই নির্লিপ্ত জীবনের অসারতা, মেরুদণ্ডহীন এই বেঁচে থাকা, কিংবা যখন বুঝিয়ে দেয় যেটাকে আমরা ইসলাম বলে যত্ন করে বাক্সবন্দী করে রেখেছি, সেটা আসলে ইসলাম নয়—তখন যেন প্রবল ঝাঁকুনি দিয়ে জেগে উঠার মতাে অনুভূতি হয় আমাদের। এই বইয়ের প্রতি পাতায় পাতায় তেমনই অনেকগুলাে ঝাঁকুনি অপেক্ষা করছে পাঠকের জন্য। তারিক মেহান্না। যে একবার তাঁর লেখা পড়েছে, মােহাচ্ছন্ন হয়েছে নিঃসন্দেহে। তাঁর লেখা পড়া যেন মনের জানালা খুলে নীল আকাশ দেখার মতাে।